- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:৪২
২-৩ দিনের মধ্যে জানা যাবে টাইগার অধিনায়কের নাম
মাধুকর ডেস্ক►
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ঠিক করতে আজ মঙ্গলবার (৮ আগস্ট) জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। তবে আজকের বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত।
জরুরি বোর্ড বৈঠক শেষে অধিনায়ক খোঁজার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস জানান, ২-৩ দিনের মধ্যেই জানানো হবে নতুন অধিনায়কের নাম। অধিনায়ক হিসেবে সম্ভাব্য ব্যক্তিদের সঙ্গে বিসিবি সভাপতি কথা বলবেন বলেও জানান তিনি। সম্ভাব্য তালিকায় আছেন সাকিব, লিটন ও মিরাজ।
তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।