• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৫

১৫৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ



মাধুকর ডেস্ক ►

৫ অক্টোবর পর্দা উঠেছে বিশ্বকাপের এবারের আসরের। তবে আজই প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের টার্গেটে এখন ব্যাটিং করছে টাইগাররা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু পঞ্চম ওভারেই ঘটল বিপত্তি! ফজলহক ফারুকির করা বল কাভারে ঠেলে রান নেওয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেওয়ার চেষ্টা করেননি। তবে অন্য প্রান্ত থেকে তামিম ততক্ষণে দৌড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ। 

তামিমের পর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটনও। ফারুকিকে এগিয়ে এসে মারতে গিয়ে আফ স্টাম্পের অনেক বাইরে থেকে বল ডেকে এনে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান। দুই ওপেনারের বিদায়ের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে আফগানরা। আগে ব্যাট করতে নেমে ৩৭ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।