- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-১০-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩১
হোলি আর্টিজানে হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ড
মাধুকর ডেস্ক►
রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞে করা মামলায়, বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত ৭ আসামীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ সোমবার এ রায় দিয়েছেন।
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের পহেলা জুলাই রাতে জঙ্গিরা হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই জঘন্যতম ও নৃশংস ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
হাইকোর্ট যে সাত জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ কমিয়ে আমৃত্য কারাদণ্ডাদেশ দিয়েছেন তারা হলেন- রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র্যাশ, হাদিসুর রহমান সাগর, আবদুস সবুর খান, মামুনুর রশীদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ। এরা সবাই বর্তমানে কারাগারে আছে।
এ মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর রায় দেয় বিচারিক আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানির জন্য হাইকোর্টের বেঞ্চ ঠিক করে দেন। মে মাসে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ।
১১ অক্টোবর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন।