- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১৬
হিলিবন্দর দিয়ে দুই এক দিনের মধ্যেই আমদানীকৃত ভারতীয় আলু আসবে
সুলতান মাহমুদ চৌধুরী, দিনাজপুর ►
দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যেই ভারতীয় আমদানী করা আলু বাংলাদেশে আসবে বলেও আমদানীকারক এক ব্যবসায়ী নিশ্চিত করেছেন। তিনি বলেন আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। দিনাজপুর হিলি স্থলবন্দরের ৪৯ আমদানিকারক গত বৃহস্পতিবার অনুমতি দিয়েছে সরকার। আলু আমদানী কারক ব্যবসায়ীরা এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন। আগামী শনিবার বা রবিবার থেকে আমদানি শুরু হবে বলে জানালেন এসব ব্যবসায়ী।
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার এমনটি জানালেন হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম। তিনি বলেন, বুধবার আমিসহ বন্দরের বেশ কয়েকজন আমদানিকারক অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরের অনলাইনে আবেদন করেছিলাম। বৃহস্পতিবার বিকাল ৩টার পর থেকে অনুমতিপত্র (আইপি) দেওয়া শুরু করে দফতর। আমি দুই হাজার টন আমদানির অনুমতি পেয়েছি। বন্দরের যেসব আমদানিকারক আবেদন করেছিলেন, সবাই অনুমোদন পেয়েছেন। আইপি পাওয়ার পর এলসি খুলেছি আমরা। সেইসঙ্গে ভারতীয় রফতানিকারকদের আলু লোড করতে বলেছি। আশা করছি, শনিবার-রবিবার থেকে আমদানি শুরু হবে। আমদানি শুরু হলে আলুর কেজি ২০-২৫ টাকার মধ্যে চলে আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে বুধবার আলু আমদানির সিদ্ধন্ত দিয়েছিল সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দফতর। ইতোমধ্যে সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে।