• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১১

হতাশার খবর দিয়ে বছর শুরু নেইমার ভক্তদের



মাধুকর ডেস্ক►

নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে শীতকালীন দলবদল। তারকা ফুটবলারদের মধ্যে কারা দল বদলাচ্ছেন, কত দামে সেদিকেই এখন নজর সকলের। এরই মধ্যে, হতাশার খবরই পেয়েছেন নেইমার ভক্তরা। দলবদলে দাম করার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নেইমার, যা মোটেও স্বস্তির খবর নয় তারকা এই ফুটবলারের ভক্তদের জন্য।

দলবদলে দাম কমার শীর্ষ দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ট্রান্সফার মার্কেট। সেই তালিকার প্রথম স্থানটিও দখলে ব্রাজিলিয়ান ফুটবলারের। ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আন্তোনি আছেন সবার ওপরে। বড় নামের মধ্যে রয়েছেন সাদিও মানে, জ্যাডন সানচো, ম্যাসন মাউন্ট এবং জোয়াও কানসেলোও।

মাঠের পারফরম্যান্স বিবেচনা করলে ২০২৩ সালটি নেইমারের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। পিএসজিতে চোটে পড়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে ১০ কোটি ইউরোতে যোগ দেন নেইমার, সেখানেও ইনজুরির কারণে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।

চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকাতেও খেলতে পারবেন না নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলারের দামেও বড় ধরনের পতন হয়েছে। ২০২৩ সালে নেইমারের দাম কমেছে ৩ কোটি ইউরো। ট্রান্সফার মার্কেটের হিসাবে এখন নেইমার দাম ৪ কোটি ৫০ লাখ ইউরো। দাম কমার তালিকায় নেইমারের অবস্থান ৮ নম্বরে।