- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩০
স্বৈরাচার প্রতিরোধ দিবসে গাইবান্ধায় ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক►
স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভালোবাসা দিবসের আড়ালে আমরা রক্তস্নাত লড়াইয়ের ইতিহাস ভুলতে বসেছি। ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ৬২-তে যখন শিক্ষা আন্দোলন হয়েছিল, ৬৯-এ যখন গণঅভ্যুত্থান হয়েছিল, এ দেশের মুক্তির জন্য যখন তরুণেরা লড়াই করেছিল তখন ভালোবাসা দিবস ছিল না। স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনা ছিল তৎকালীন স্বৈরাচার এরশাদের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে, সেই চেতনা ও শিক্ষাকে ধারণ করার মধ্যেই সত্যিকারের ভালোবাসা নিহিত আছে।
বক্তারা আরও বলেন, ১৯৮৩ সালের এদিন বিশাল ছাত্র সমাবেশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বটতলা থেকে শিক্ষা ভবনমুখী মিছিলে গুলি চালায় পুলিশ। ছাত্রদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে নিহত হন বেশ কয়েকজন ছাত্র। আহত হন অনেকেই। এরপর থেকে স্বৈরাচারবিরোধী প্রতিরোধ দিবস পালন হয়ে আসছে। কিন্তু সেই চেতনা আজও বাস্তবায়িত হয়নি।
তাই অবিলম্বে এর বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, সংগঠক পল্লব বর্মন ও ধনঞ্জয় বর্মন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন সামরিক শাসক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শিক্ষামন্ত্রী ড. মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আয়োজিত শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এ হামলায় দীপালী সাহা, কাঞ্চন ও জয়নালসহ আরও অনেকেই নিহত হন।