• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:১৫

সৌহার্দ্য কর্মসূচি কর্তৃক জেলা পর্যায়ে সেবাদানকারীদের সাথে সংযোগ সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক►

এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “SHOUHARDO III PlusActivityÓ কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষেজেলা পর্যায়ে সরকারী, বেসরকারী ও স্থানীয় সেবাদানকারীর সাথে দিনব্যাপি এক সংযোগ সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ইউএসএআইডি এর অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহায়তায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “SHOUHARDO III PlusActivityÓ এর অধিন গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষেসোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এর ব্লু স্টার প্রভাইডার (বিএসপি) ও প্রাইভেট কমিউনিটি প্রশিক্ষিত ধাত্রী (পিসিএসবিএ) দের সঙ্গে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ সোহেল মাহামুদ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র সহঅন্যান্য চিকিৎসকবৃন্দ, প্রাইভেট সেক্টর থেকে এসএমসি এর প্রতিনিধি সুশান্ত সরকার ও মোঃ জাহিদ হাসান, এসকেএস ফাউণ্ডেশনের মমতা প্রকল্পের প্রকল্প সমন্নয়কারী বাহারাম খান এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর এর উপস্থিতিতে দিনব্যাপি এক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার সকল ব্লু স্টার প্রভাইডার (বিএসপি) ও প্রাইভেট কমিউনিটি প্রশিক্ষিত ধাত্রী (পিসিএসবিএ)’গণ, কেয়ার বাংলাদেশ এর পক্ষে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি টেকনিক্যাল ম্যানেজার লাইজু বেগম এবং এসকেএস ফাউণ্ডেশনের সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা আবিদা সুলতানা নিশি ও মোঃ সাদেকুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এ,কে,এম, আব্দুল মতিন।

পরিবার পরিকল্পনার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র বলেন, এসকেএস ফাউণ্ডেশনের এমন উদ্যোগ বেশ প্রশংসনীয়। তিনি আরো বলেন, সরকারী, বেসরকারী ও স্থানীয় সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমুহের সম্মিলিত প্রচেষ্টায় প্রান্তিক জনগোষ্টির বিশেষ করে প্রত্যান্ত চর-অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবায় কাজ করতে হবে। সেক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকাও অগ্রগন্য। প্রসুতি মা ও শিশু মৃত্যুর হার রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত ”জিরো হোম ডেলিভারী” নিয়ে কাজ করতে হবে। সরকারী বা বেসরকারী, এমনকি ইউনিয়ন পর্যায়ে সুবিধাজনক প্রকৃয়া চিন্তা করে এই সমস্তপ্রশিক্ষিত ধাত্রীদের (পিসিএসবিএ) প্রতিষ্ঠানিক ডেলিভারীতে সম্পৃক্ত করতে হবে।