• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫

সৌদির সাথে মিল রেখে দিনাজপুরের চল্লিশটি গ্রামে ঈদের নামাজ আদায়



দিনাজপুর প্রতিনিধি ►

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরসহ ৬টি উপজেলায় ৪০ টি গ্রামে ঈদুল আজহা'র নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। আজ বুধবার (২৮) জুন সকাল সাড়ে ৭ টার দিকে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এছাড়াও চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল গড়েয়া এলাকায়, বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে, বিরল উপজেলার ভাড়াডাঙ্গী গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে কয়েকশ' পরিবারের মানুষ ঈদুল আজহা'র নামাজ আদায় করেছেন। 

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহা'র নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশুসহ ৩০০ শতাধিক মুসল্লি অংশগহণ করেন।

এই জামায়াতে ইমামতি করেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার একটি মাদরাসার শিক্ষক ও উপজেলা সদরের বাসিন্দা মাওলানা আবু বকর বিন আব্দুল্লাহ। এছাড়া ছয়টি উপজেলার চল্লিশটি গ্রামের ২০/২১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহা'র নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একই দিন ঈদ ও কুরবানী করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবানী করার আহবান জানানো হয়। 

পার্টি সেন্টারে ঈদুল আজহা'র নামাজ  আদায়কারীদের কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু বর্তমানে দিনাজপুর সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়। 

মুসল্লি সাইফুল্লাহ জানান, আমরা প্রথমে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। পরে কুরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম যে, এটিই সঠিক তখন থেকে আমি এই নামাজের জামাতে শরিক হয়েছি। 

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৩ সালে এসে তা বেড়ে প্রায় ৩০০ জনে পৌঁছেছে।