- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩২
সৌদি আরবে অগ্নিকান্ডে পুড়ে নিহত বারেকের বাড়ি নওগাঁর আত্রাইয়ে
আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
সৌদি আরবের দাম্মাম শহরের হুফুপ সানাইয়ারআল মনসুরা শিল্প তালুকে অবস্থিত একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশির মধ্যে বারেক সরদার (৪৫) নামে একজনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে।
শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুপ শহরের সানাইয়ারআল মনসুরা শিল্প এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। সেখানে নিহত বারেক সরদার আত্রাই উপজেলার উদয়পুর মন্ডল পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।
নিহত বারেক সরদারের বড় ভাই মো. শাহাদাত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বারেক ২০০৬সালে সৌদি আরবে যায়। এরপর সর্বশেষ ২০১০সালে বাড়িতে এসেছিলো। এরপর আবারো যায সৌদি আরবে। তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের আরো এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানিয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর রাখছি।