• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১০-২০২২, সময়ঃ বিকাল ০৫:৩৩

সৈয়দপুরের খাতামধুপুরে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত



সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►

'জয় হোক মানবতার' এই প্রতিপাদ্যকে সামনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে। শনিবার (৮ অক্টোবর) সকালে ইউনিয়নের খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।

সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতাল সহযোগীতায় ও লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়নের কৃতিসন্তান  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার।

সভাপতিত্ব করেন ৫ নং খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বাবু পাইলট। দিনব্যাপী পরিচালিত আইক্যাম্পে শতাধিক অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা, ওষুধ ও প্রয়োজনীয় ক্ষেত্রে চশমাও দেয়া হয়েছে। সেইসাথে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। যাদের মরিয়ম চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে।