- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৯
সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামঐতিহাসিক চিনি মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী ইসলামী নিদর্শন দেখতে আসেন।
এসময় তাঁর সাথে ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভ‚মি)।
অতিথিগণ এসে পৌঁছে মসজিদের ইমাম, মোয়াজ্জিন উপস্থিত হয়ে তাঁদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং মসজিদের প্রতিটি অংশ ঘুরিয়ে দেখান। মসজিদ দেখে বিভাগীয় কমিশনার অভিভূত হন এবং সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঐতিহাসিক চিনি মসজিদ ব্রিটিশ আমলে ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের বিহার থেকে আগত সৈয়দপুর রেলওয়ে কারখানার কয়েকজন শ্রমিকের উদ্যোগে এটি গড়ে উঠে। চিনা মাটির পাত্রের ভাঙ্গা টুকরা দিয়ে মসজিদের বাহিরের অংশ আবৃত। যা নির্মাণ শৈলী ব্যতিক্রমী ও অনন্য। একারণে এটি চিনা মসজিদ বা চিনি মসজিদ নামে পরিচিতি পেয়েছে।