- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩২
সৈয়দপুরে সড়ক কন্টেইনারের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত, আহত ১
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
সৈয়দপুর-নীলফামারী সড়কে উত্তরা ইপিজেডগামী কন্টেইনারের আঘাতে মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় মোটর সাইকেল চালক গুরুত্বরভাবে আহত হয়েছে। সৈয়দপুর উপজেলা উত্তরা আবাসন সংলগ্ন ঢেলাপীর বাজারে রবিবার (১ জানুয়ারী) বিকাল ৪ টায় এই দূর্ঘটনা ঘটেছে।
নিহত ছাত্রীর নাম দিয়া। সে দিনাজপুরের খানসামার উপজেলার চৌরংগীবাজারের রয়েল স্টার স্কুলের ছাত্রী। আহত ছাত্রের নাম সোহাগ। সেও একই এলাকার বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা উভয়ে মোটরসাইকেল বাড়ি ফিরছিল। এসময় কন্টেইনারটি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়ায় মেয়েটি রাস্তায় ছিটকে পড়ে। কন্টেইনারটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আর ধাক্কা লাগায় চালক রাস্তার পাশে গিয়ে উল্টে যায়। এতে সে গুরুত্বরভাবে আহত হয়। লোকহন তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। পরে তার অবস্থা খারাপ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।