- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:১২
সৈয়দপুরে রেলওয়ে স্কুলের হীরক জয়ন্তী উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি (ইংলিশ স্কুল) উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান।
সভাপতিত্ব করেন হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক এস এম আল মুহিদ, সৈয়দপুর রেলওয়ে পূর্ত বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) আহসান উদ্দীন, স্থানীয় রেলওয়ে হিসাব বিভাগের হিসাব কর্মকর্তা মাহবুবুর রহমান, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) ডাঃ আনিছুল হক, সাংবসদিক এম আর আলম ঝন্টু প্রমূখ।
পরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী সাবেক নৌবাহিনী সদস্য বর্তমান সিঙ্গাপুর প্রবাসী কমার্শিয়াল ডুবুরি মোঃ আব্দুল আলীমকে সংবর্ধনা দেওয়া হয়। ২০০৩ সালে ডুবে যাওয়া মিতালী-৩ লঞ্চ থেকে ১৩০ জনকে উদ্ধার করে আব্দুল আলীম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌথভাবে হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল হাফিজ হাপ্পু ও সদস্য সুমন মোঃ আরিফুর আনোয়ার।