- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৮
সৈয়দ আজহারুল হক লালু স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক ►
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রহমান সরকার, বিশিষ্ট ফুটবলার রহমত আলী খান এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা রোভার সম্পাদক সৈয়দ আজহারুল হক লালু স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল আজ সোমবার বিকেলে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু লায়েচ মোঃ ইলিয়াস জিকু, সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুল, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য রকিবুল হক চৌধুরী, আ.স.ম. রেজাউন্নবী রাজু, বেনজির আহমেদ, গোলাম মারুফ মনা, মমতাজুর রহমান বাবু, মাসুদুল হক মাসুদ, এস টি এম রুহুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রফেসর জহুরুল কাইয়ুম, মহফিল হোসেন, রংপুর বিভাগীয় আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, জিয়াউল হক জনি, এসএম খাদেমুল ইসলাম খুদি, মাসুম আলী খান, মিজসনুর রহমান জুয়েল, বাপ্পী দাস, রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী দেবু, আব্দুল কুদ্দুস সরকার, মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ।