• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:১৪

সুরবানী সংসদের ‘জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা



নিজস্ব প্রতিবেদক ►

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবানী সংসদের উদ্যোগে ‘জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গত বুধবার রাতে সংগঠন কার্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম।

অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাস সকল নিহতদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের অতিথি ও আমন্ত্রিত শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুরবানী সংসদের সংগীত প্রশিক্ষক মনোরঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, জাহিদুল ইসলাম, নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপন, দেবী রাণী সাহা ও লাবণ্য। 

সংগঠনের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কবি সরোজ দেব ও সোহেব হোসেন মনা, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আলমগীর কবির বাদল, আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সাকা, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরবানী সংসদের শিল্পী জাহিদ হাসান সবুজ, হযরত আলী, তোফাজ্জল হোসেন, আব্দুল আজিজ, মমিন হক্কানী, তুলসী সাহা, আকতারাজ্জামান মহব্বত, বিশিষ্ট সংগীত শিল্পী মারুফা আকতার টুম্পা, রোকসানা আকতার রিতা, হিল্লোল সরকার, রোমানা ইসলাম, স্মৃতি সরকার অংশ নেন। সুরবানী সংসদের নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপনের পরিচালনায় সুরবানী সংসদের শিল্পীরা নৃত্য পরিবেশন করে। তাল যন্ত্রে সহযোগিতা করেন শামীম আহমেদ, প্রবীর কুমার প্লাবন, গোলাম মিয়া প্রমুখ। 
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অংশ গ্রহণকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।