- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪০
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক ►
শিশুদের পুষ্টির চাহিদা চিন্তা করে গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুম বাংলাদেশ স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) জুম বাংলাদেশ এর উদ্যোগে দুপুরে শহরের রেল স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে জুম বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে জুম বাংলাদেশ স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। উৎসবে ফল আম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, পেয়ারা, তরমুজ, লটকনসহ দেশি জাতের বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে সাজানো হয়।
শিশুদের ফল উৎসবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ্, জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের সমন্বয়ক মো মেহেদী হাসান, এনটি স্মরণ, শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
জুম বাংলাদেশ স্কুলের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, সমাজের ঝরে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের ধীরে ধীরে প্রিয় পাঠশালা হয়ে উঠছে জুম বাংলাদেশ স্কুল। শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় গত ৬ বছর ধরে পরিচালিত হচ্ছে এ স্কুলটি।
শিশু ইসরাত জাহান মিতু বলেন স্কুলের ফল উৎসব আমাদের অনেক আনন্দিত করেছে। অনেক সময় এসব ফল আমরা খেতে পারি না। জুম বাংলাদেশ স্কুলে প্রতি বছর ফল উৎসব করে করে।