• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১০

সুন্দরগঞ্জের ধুবনি বাজারে সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন



সুন্দরগঞ্জ প্রতিনিধি►

সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনি বাজারে সোনালী  এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলাবার (৮ আগস্ট) এজেন্ট ব্যাংকিং উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা সুন্দরগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড শাখার ব্যাবস্থাপক আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনালের ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবির, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ, জাতীয় পাটির উপজেলা সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেট মেসাস লতিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাহিদুল ইসলাম প্রমুখ।

পরে প্রধান অতিথি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন।