- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৯
সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার জয়
সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেহেদী মোস্তফা মাসুম নৌকা প্রতীকে ৪ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম টবিল ফ্যান মার্কায় পেয়েছেন ৩ হাজার ৫০৮ ভোট।
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত ৯টার সময় উপজেলা কন্ট্রোলরুম থেকে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নূর এ-আলম এবং উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী ফলাফল ঘোষণা করেন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নুরভানু বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের অজিফা আক্তার আন্তরা এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডের লিপি বেগম।
এ ছাড়া সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক, ২ নং ওয়ার্ডের ফুল মিয়া, ৩নং ওয়ার্ডের রঞ্জু মিয়া, ৪ নং ওয়ার্ডে হবিবর রহমান, ৫ নং ওয়ার্ডে ফরিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে আবু জোবায়েরর, ৭ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ডে ফজলার রহমান নান্নু এবং ৯ নং ওয়ার্ডে মোজা মিয়া বেসরকারিভাবে সাধারণ সদস্য নির্বাচিত হন।
এর আগে, সোমবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের প্রায় ১৮ মাস পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।