• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৮

সুন্দরগঞ্জে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ



সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ও বেকার অসহায় নারীদের মাঝে হুইল চেয়ার এবং সেলাই মেশন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে বিশেষ চাহিদা সম্পন্ন ও  বেকার অসহায় নারীদের হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করেন । 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, যুগ্ম সাধারন সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম সরকার রেজা, সর্বানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন্দ মিয়া, ছাপড়হাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনিুছ আলী সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক উদয় নারায়ন সরকার, ধোপাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফিরোজ মন্ডল, রতন মিয়া প্রমুখ। 

জানা গেছে, ব্যক্তিগত অর্থায়নে তিনি ২০টি সেলাই মেশিন এবং ১৬টি হুইল চেয়ার বিতরণ করেন।