- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:২৯
সুন্দরগঞ্জে হিরোইনসহ গ্রেপ্তার ১
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধা ডিবি পুলিশ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হল মোড়ে অভিযান চালিয়ে হিরোইনসহ কথিত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেছে। রাসেল উপজেলার মনমথ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
জানা গেছে, রাসেল দীর্ঘদিন থেকে নিজকে ছাত্রলীগ নেতা দাবি করে আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে আসছিল। এরই আড়ালে সে মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ১০০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এনিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে।
পৌর ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম জানান, রাসেল কখনও ছাত্রলীগ করেনি। ছাত্রলীগের সাথে তার কোন সর্ম্পক নেই। সে নিজকে ছাত্রলীগ নেতা দাবি করে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দে জানান, আসামিকে ডিবি পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।