- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬
সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবাহক এ এস এম আশেকুজ্জামান প্রামানিক তুহিনের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক জামিউল আনছারী লিংকনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক শহীদুল ইসলাম স্বপন, প্রধান বক্তা স্বেচ্ছাসেকলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিশেষ অতিথি গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মোজাম্মেল হক মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।