• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১০-২০২২, সময়ঃ বিকাল ০৫:৪৯

সুন্দরগঞ্জে স্কাউটলিডার বেসিক কোর্স শুরু



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫দিনব্যাপী স্কাউটলিডার বেসিক কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সাবির্ক ব্যবস্থাপনায় উপজেলার মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ১০৭তম স্কাউটলিডার বেসিক কোর্সেও উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা স্কাউট সম্পাদক শাহজাহান মিঞা, স্কাউটলিডার মোয়াক্ষের আলম সোনা প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণটি সম্পূর্ণ রূপে আবাসিকভাবে বাস্তবায়িত হচ্ছে।