- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩০
সুন্দরগঞ্জে সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মাঠেরহাট কবরস্থান হতে মন্ডলের হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং এলজিইডির তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কনক কুমার গোষ্মামীর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন, ছাপড়হাটী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কায়ছার আহম্মেদ, এলজিইডির সার্ভেয়ার মিলন কুমার প্রমুখ। পরে অতিথিগণ কাজের উদ্বোধন করেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এতে করে ওই রুটে চলাচলকারী পথচারি ও যানবাহন অনেক উপকৃত হবে।