• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৫

সুন্দরগঞ্জে সেলাই মেশিন বিতরণ



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

সুন্দরগঞ্জ উপজেলায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বামনডাঙ্গাস্থ পল্লীবন্ধু হাসপাতালে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের সেলাই মেশিন বিতরনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, সহকারি কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল হক রেজা, উপজেলা মহিলা জাতীয় পাটির সভাপতি আকতার বানু ইতি প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সাংসদসহ অতিথিবৃন্দ।