- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৩
সুন্দরগঞ্জে সূষ্ঠুভাবে ভিজিএফ বিতরণ সম্পন্ন
সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সুষ্ঠুভাবে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ৭৪ হাজার ৮১ জন অসহায় দুঃস্থর মাঝে ভিজিএফ এর চাল সূষ্ঠু ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৫টি ইউনিয়নের ৭১ হাজার এবং পৌরসভায় ৩ হাজার ৮১ জন দুঃস্থ এই সহায়তা কর্মসুচির আওতায় ১০ কেজি করে চাল পেয়েছে।
সর্বশেষ সোমবার উপজেলার শ্রীপুর, শান্তিরাম ও পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম। এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, প্যানেল মেয়র ছামিউল ইসলামসহ পৌর কাউন্সিলরগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, সুষ্ঠুভাবে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে।