• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৯

সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন অনুষ্ঠিত



সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সুন্দরঞ্জ উপজেলায় সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর যুব ও মানব সম্পদ বিভাগের আয়োজনে আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠে এ সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উপজেলা শাখার যুব ও মানব সম্পদ বিভাগের সভাপতি মো. ইব্রাহিম আলী সরকারের সভাপতিত্বে সিরাত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান। 

সংগঠনটির সেক্রেটারি মো. ছামিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি অধ্যাপক মো. আতাউর রহমান, পৌর শাখার আমির অধ্যক্ষ মো. একরামুল হক, সুন্দরগঞ্জ ডিড রাইটার ডিগ্রী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম সরকার, সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রমানিক সাজু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু সোলায়মান সরকার সাজা, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ প্রমুখ।