- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫১
সুন্দরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাকারিয়া হোসেন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোদ্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ওই গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি একই উপজেলার ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী।
স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে খাওয়া শেষে নিজ শয়ন ঘরে শুয়ে পড়ে জাকারিয়া। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ঘুম থেকে না জাগলে তার ছোটবোন ঘরের জানালা দিয়ে লক্ষ করে দেখে সে ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফাঁস থেকে তার লাশ নামায়। পরিবারের লোকজনের ধারনা মোবাইলে প্রেম ঘটিত কারনে সে আত্মহত্যা করেছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।