- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫১
সুন্দরগঞ্জে মা দিবসের আলোচনা
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, অধ্যাপক নমিতা রানী সরকার, সাংবাদিক জুয়েল রানা প্রমুখ। সভায় মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ।