- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১১-২০২২, সময়ঃ সকাল ০৯:৪৬
সুন্দরগঞ্জে বীজ ও সার বিতরণ
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, এসএপিপিও সাদেক হোসেন, সাংবাদিক রেজাউল ইসলাম, মোশাররফ হোসেন বুলু প্রমুখ।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৫০০ জন চাষিকে শাক সবজি, এক হাজার ৪৫০ জনকে গম, ৮৩০ জনকে ভূট্টা, তিন হাজার ৩০০ জনকে সরিষা, ৭৫ জনকে বাদাম, ১৬০ জনকে সূর্য্যমুখী, ৪০ জনকে পিয়াজ, ৫০ জনকে মুসর, ৫০ জনকে মুখ, ২০ জনকে সোয়াবিন বিতরণ করা হবে। প্রতিজন চাষিকে এক বিঘা জমিতে চাষাবাদের জন্য বীজ ও সার প্রদান করা হবে।