• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:১৪

সুন্দরগঞ্জে বিজয়ের উল্লাসে তৃনমূল শিল্পী সম্মিলনী



সুন্দরগঞ্জ প্রতিনিধি  ►

সুন্দরগঞ্জ উপজেলায় বিজয়ের উল্লাসে তৃনমূল শিল্পী সম্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। 

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আরও বক্তব্য দেন জেলা কার্চারাল অফিসার আলমগীর কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শ্রী প্রমতোষ সাহা, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসানুল করিম চাদ ও সাহাবুল ইসলাম প্রমুখ।

দীর্ঘদিন পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হওয়ায় উৎসুক জনতার ঢল লক্ষ করা গেছে। অনুষ্ঠানে সাংগীত পরিবেশন করেন বাউল শিল্পী মুনালিসা মুন ও সুকুমার সরকারসহ স্থানীয় শিল্পীবৃন্দ। এর আগে উপজেলার গুনি শিল্পী ও সাহিত্যিকদের মাঝে সম্মাননা ম্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।