• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৯

সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী পালিত



সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির আয়োজন দলীয় কার্যালয় পৌরসভার মহিলাবাজার হতে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বরণকালের নেতাকর্মীর উপস্থিতির মধ্যে দিয়ে বিএনপি ও তার সহযোগি সংগঠন প্রতিষ্ঠা বাষিকী পালন করেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও কেক কাটেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি ও ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগয়ি সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম সাহান, যুগ্ম আহবায়ক এম এ গফ্ফার মোল্লা, শাহজাহান কিবরিয়া নয়ন, আবু তাহের, মুসা কারিমুল্লাহ, যুবদল সদস্য সচিব আলম জাহান মিন্টু, পৌর যুবদল নেতা আলোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেক দল নেতা গোলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সগযোগি সংগঠনের নেতাকর্মীগণ।