• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৭-২০২৪, সময়ঃ রাত ০৮:১২

সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে এসকেএসের ত্রাণ বিতরণ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এসকেএস ফাউন্ডেশন। 

আজ (বুধবার, ১০ জুলাই) উপজেলার  বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়নের ২০০ বানভাসি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীতে ছিল- ৪ কেজি চিড়া, ২টি গুড়, ৫টি বিস্কুট, ৬টি মোমবাতি, ২টি ম্যাচ এবং ১০টি খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদর (টিপু), ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার, এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. ফারুকুল ইসলাম এবং সিনিয়র অফিসার (ডিআরআর) খন্দকার মো. রকিবুল হাসান।

বিতরণ কার্যক্রম শেষে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘সঠিক সময়ে এসকেএস ফাউন্ডেশন আমাদের ক্ষতিগ্রস্ত ইউনিয়ন দু’টির পাশে এসে দাড়িয়েছে এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’