• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৩

সুন্দরগঞ্জে বই পাচার মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের চলতি বছরের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারের মামলায় ৩ আসামীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সুন্দরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান আসামীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান, ট্রাক চালক শ্যামল ও তার ভাই রাসেল মিয়া।  তদন্তকারি আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত রোববার উপজেলা বইয়ের গোডাউন থেকে উপজেলা মাধ্যমিক দপ্তরের অফিস সহায়ক মাজেদুর রহমান ঢাকার একটি প্রতিষ্ঠানের সাথে যোগসাজসের মাধ্যমে একটি পিকআপ ভ্যানে উল্লেখিত সাড়ে ১১ হাজার পাঠ্যবই ঢাকার উদ্দেশ্যে পাঠায়। পথে সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ তল্লাশী করে ওই বইগুলোসহ পিকআপ চালক শ্যামল ও হেলপার রাসেলকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস সহকারী মাজেদুর রহমানসহ ৩ জনকেই এ মামলায় গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ ও যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে সোমবার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গাইবান্ধার ডিবি ওসি মোখলেছুর রহমান সরকারকে। তিনি গত বুধবার সুন্দরগঞ্জে গোডাউন পরিদর্শনসহ বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন। তবে এলাকায় এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারকে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এব্যাপারে তদন্তকারি কর্মকর্তা ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার জানান, তদন্তের স্বর্থে এখনই কিছু বলা যাচ্ছেনা।