- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৫-২০২৩, সময়ঃ রাত ০৭:৩০
সুন্দরগঞ্জে প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের দুইজন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ শুত্রবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ব্যক্তিগত অর্থায়নে সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের হায়দার আলী ও মনিরাম কাজি গ্রামের আকবর আলীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার, উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি মুসলিম মিয়াজী, মিজান পাটেয়ারী, মিঠু পাটোয়ারী প্রমুখ। হুইল চেয়ার পেয়ে খুশি ওই দুই প্রতিবন্ধি।