• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৩

সুন্দরগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন ২৪০ কৃষক



সুন্দরগঞ্জ প্রতিনিধি

সুন্দরগঞ্জ উপজেলায় খরিফ মৌসুমের মাসকলাই ও গ্রীম্মকালিন পেঁয়াজ প্রণোদনা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে চলতি অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 

প্রণোদনা বিতরণ কর্মসুচি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, আনিছুর রহমান এসএপিপিও সাদেক হোসেন প্রমুখ। 

পরে নির্ধারিত কৃষকদের মাঝে বীজ ও তার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৬০ জনকে মসকলাই ও ৮০ জনকে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হবে।