- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৩-২০২৫, সময়ঃ রাত ০৮:০৪
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) দুপুরে।
নিহতরা ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন মিয়া (৫) এবং একই গ্রামের নাহিদ ইসলামের ছেলে মমিন মিয়া (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মোরসালিন, মমিন ও মাহি খেলা খেলছিল। এরই এক পর্যায় মোরসালিন ও মমিন পুকুর পাড় হতে পুকুরের মধ্যে পড়ে যায়। সাতাঁর না জানায় ওই দুই শিশু পানিতে ডুবে যায়। অপর শিশু মাহির চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওই দুই শিশুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এ ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহবান জানান।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় ওই দুই শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।