• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৮

সুন্দরগঞ্জে পলাতক আসামি গ্রেপ্তার



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘ দিনের পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের আব্দুল মন্নান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৫ বছর এক মাসের জেল ও অতিরিক্ত ৭৯ লাখ টাকা অনাদায়ের সাজা রয়েছে।

থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, আসামি রফিকুল ইসলামকে গতকাল সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।