- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-১-২০২৫, সময়ঃ বিকাল ০৪:১৯
সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধীর লাশ
তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর প্রতিবেশির পুকুর থেকে সবুজ মিয়া (৩৫) নামে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সবুজ মিয়া ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা সবুজ মিয়ার মরদেহ সনাক্ত করে।
স্বজনেরা জানায়, গত চারদিন আগে সবুজ মিয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে এমনকি মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, সবুজ মিয়া একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। ওই পরিবারের সকলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। একই অবস্থায় এর আগে ওর মা মারা গেছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।