- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬
সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি'র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ঘুণিঝড়ের পূর্ব প্রস্তুতি সিদ্ধান্ত গ্রহনে শুক্রবার বিকালে উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি'র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানে সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওয়ালিফ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, উপজেলা ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের ইনচার্জ গোলজার হোসেন, মুক্তিযুদ্ধো সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধো ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, আব্দুর জব্বার, শামসুল হুদা, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশারফ হোসেন, জুয়েল রানা, এনজিও কর্মী, শফিকুল ইসলাম, ওহেদুরজ্জামান সরকার প্রমূখ।