• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩১

সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় পথচারী নিহত



সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় কবির হোসেন (৭১) নামে এক পথচারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কের ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবীর হোসেন দক্ষিণ মরুয়াদহ গ্রামের হাজীপাড়া এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কবীর নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে স্থানীয় শোভাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কবীর হোসেন খামার পাঁছগাছি গ্রামের জনৈক হাফিজার রহমানের বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার ওসি মো. মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।