• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৩

সুন্দরগঞ্জে ছিন্নমূল শীতার্ত মানুষ উপহার পেল শীত সামগ্রী



 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছিন্নমুল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড-ইউকে-বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় ৭০০ জন অসহায় ছিন্নমুল পরিবারের মাঝে শীতবস্ত্র ও পেট্রোলিয়াম জেলী বিতরণ কায়ক্রম উদ্বোধন করা হয়।

তারাপুর ইউনিয়নে ১০০ জনের মাঝে শীতবস্ত্র ও জেলী বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদ সদস্য রাজু মিয়া, জাহেদুল ইসলাম, সুজন মিয়া, মুসলিম এইড-ইউকে-বাংলাদেশের শিক্ষা বিষয়ক কো-অডিনেটর মো. শাহ ওয়ালিউল্লাহ, এসকেএস ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অডিনেটর মোশফিকুর রহমান, ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম মিয়া প্রমুখ।

জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বেলকা ইউনিয়নে ২০০, হরিপুরে ১৫০, কাপাসিয়া ইউনিয়নে ১০০ এবং চন্ডিপুর ইউনিয়নে ১৫০ জন অসহায় ছিন্নমুল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে।