• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১১-২০২২, সময়ঃ বিকাল ০৫:৫৮

সুন্দরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ



সুন্দরগঞ্জ প্রতিনিধি  ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিন ব্যাপী খাদ্য ভিত্তিক (ফলিত পুষ্টি) পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) রংপুর পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার উপজেলা হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছাদেকুর রহমান, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, এসএপিপিও সাদেক হোসেন প্রমুখ। প্রশিক্ষণে এসএএও, শিক্ষক, ইমাম, পুরোহিত, তথ্য আপা, মিডিয়া কর্মী, জনপ্রতিনিধিসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের ৬০ জন  কর্মী উপস্থিত ছিলেন।