- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩
সুন্দরগঞ্জে কমিউনিস্ট পার্টির ১৭ সদস্যের নয়া কমিটি
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও আমিনুল ইসলাম পিপুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কৃষক নেতা সুভাষ শাহ রায়।
পরে উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য এমদাদুল হক মিলন, সংগঠক ওয়ারেছ সরকার, কৃষক সমিতির উপজেলা সভাপতি আব্দুস সামাদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা কমিটির সদস্য খয়বর হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল।