• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১-২০২৫, সময়ঃ বিকাল ০৪:৩৩

সুন্দরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে।

উপজেলার শান্তিরাম ইউনিয়নের সুরুত আলীর মোড় এলাকায় পাঁচপীর-সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ফাতেমা শান্তিরাম গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, পাঁচপীর বাজার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সুরুত আলীর মোড় এলাকায় সড়ক পারাপারের জন্য দৌঁড় দেয় ফাতেমা। এ সময় ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই ফাতেমা মারা যায়। 

শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হয়েছে। 

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তি করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।