- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৩
সুন্দরগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করছে প্রশাসন
সুন্দরগঞ্জ প্রতিনিধি►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুন্দরগঞ্জ উপজেলার নির্ধারিত ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন শুরু করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার (৩১ জুলাই) থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১০টি ভোট কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করছেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম ও উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী।
উপজেলার তিস্তা নদীবেষ্ঠিত হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন চলমান রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে উপজেলায় মোট ১১০টি ভোটকেন্দ্র ছিল। বিশেষ করে উপজেলার ৮টি ইউনিয়নের উপর দিয়ে তিস্তা প্রবাহিত। প্রতিবছর নদী ভাঙন অব্যাহত থাকার কারণে। অনেক প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন হয়েছে। এছাড়া দু’একটি কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করেছেন এলাকাবাসি। পরিদর্শন পরবর্তী সেই সব কেন্দ্রের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্র সমুহ পরিদর্শন করা হচ্ছে। কোন কেন্দ্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকতে পারে। সে সব সমস্যা চিহিৃত করে কমিশনের নিকট পাঠানো হবে।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটাররা যেন সূষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করা হচ্ছে। সমস্যাসমুহ চিহিৃত করে তা কমিশনের নিকট জানানো হবে।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা নির্বাচন কমিশনের রুটিন কাজ। সেই ধারাবাহিকতায় উপজেলায় ভোট কেন্দ্র পরিদর্শনের কাজ করছেন প্রশাসন।