• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৯

সুন্দরগঞ্জে আফরুজা বারীর ঈদ সামগ্রী বিতরণ



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেউপজেলা আওয়ামীলীগ।

গত এক সপ্তাহ ধরে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধানমন্ত্রী শেখ হাসিনার পে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। ইউনিয়ন গ্রাম পুলিশসহ উপজেলায় ১ হাজার ৪০০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। 

পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ নেতা আহসান আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, দপ্তর সম্পাদক এসএম মঞ্জুরুল ইসলাম বকুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবনেতা শহিদুল ইসলাম রানা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গণেশ শীল, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।