• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১১-২০২২, সময়ঃ বিকাল ০৫:৪২

সুন্দরগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

‘শান্তি, শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যক সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের আনসার ও ভিডিপি পরিচালক মো. আব্দুর সামাদ (পিভিএমএস)। 

উপজেলা আনসার প্রশিক্ষক জনাব আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম,  উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু,  থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার গোলাম রব্বানী, জোষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান হবি, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আনসার সদস্য শামছুর নাহার প্রমুখ। সমাবেশে উপজেলা সকল আনসার ও ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিগণ।