• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৩-২০২৫, সময়ঃ রাত ০৭:৩২

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল দুই ভাইয়ের ৫ বসতঘর



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি টিনসেড ঘর, আসবাবপত্র, ধান-চাল ও নগদ টাকা পুড়ে গেছে। উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁছগাছি শান্তিরাম গ্রামে আজ (সোমবার, ২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেলে ওই গ্রামের মোজাফফর হোসেনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে মোফাফফর হোসেন ও তার ভাই মোজাম্মেল হকের ৫টি টিনসেড ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, ধান, চাল ও নগদ টাকা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছাঁর আগেই স্থানীয়রা ছুঁটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দুই পরিবার। ভুক্তভোগী মোজাফফর হোসেন বলেন, আমাদের দুই ভাইয়ের এ ক্ষতি অপূরণীয়। আমাদের সম্বল যা ছিল তা পুড়ে ছাঁই হয়ে গেছে। 

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ গুলজার হোসেন বলেন, সুন্দরগঞ্জ থেকে ঘটনাস্থলের দূরত্ব ২২ কিলোমিটার। তাছাড়া বড় গাড়ি নিয়ে ছোট রাস্তায় প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে কারণে বিলম্বিত হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।