- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১২
সুন্দরগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন চান আফরুজা বারী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
এ নিয়ে আজ বুধবার (২৫ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামস্থ তাঁর বাড়িতে সাংবাদিকের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, যুগ্ম সাধারন সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম সরকার রেজা, সর্বানন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চাঁন্দ মিয়া, ছাপড়হাটী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রনজু মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গণেশ শীল, উপজেলা তাঁতীলীগ সভাপতি ইউনিুছ আলী সরকার, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক উদয় নারায়ন সরকার, ধোপাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফিরোজ মন্ডল, রতন মিয়া প্রমুখ।
আফরুজা বারী বলেন, দীর্ঘদিন হতে এই আসনটিতে সরকারের বিপরীত মেরুর এমপি নির্বাচিত হয়ে আসছেন। সে কারনে উন্নয়ন হতে বঞ্চিত উপজেলাবাসি। তাই এই আসনটিতে নৌকার প্রার্থী চান উপজেলা আওয়ামীলীগসহ এলাকাবাসি। তারপরও সরকার উপজেলার তারাপুর ইউনিয়নে ২০০ মেগা ওয়ার্ড সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার পাওয়ার প্লান্ট, ১৪৯০ মিটার লম্বা পাঁচপীর-চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতু, মডেল মসজিদ নির্মাণ করছে।
তিনি আরও বলেন, নৌকা মার্কা দিলে প্রধানমন্ত্রীকে এই আসনটি উৎসর্গ করে দিবেন। তাঁর ছোট ভাই সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অসমাপ্ত কাজগুলো করতে চান তিনি।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।