- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩০
সুন্দরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আশিকুজ্জামান প্রামানিক তুহিনসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে। শেষে কেক কাটা হয়।